13 C
Durgapur
Tuesday, January 19, 2021

উড়িতে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র

ডিজিটাল ডেস্ক, জেলার খবর : আবারো বড়সড় সাফল্যের মুখ দেখল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। শ্রীনগরের ১৫ কর্পসের আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা তল্লাশি চালিয়ে জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি (uri sector) সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করে । উদ্ধার হয়েছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র ছাড়াও অস্ত্র তৈরির সরঞ্জাম।
মঙ্গলবার রাতে গোপন তল্লাশি চালিয়ে বারামুল্লার উরি সেক্টরের (uri sector) ময়দান নালায় উদ্ধার হয় ৩ এক্স একে ৫৬ রাইফেল, ২ এক্স পিস্তল, সাথে ম্যাগাজিন সহ আরো অনেক অস্ত্রশস্ত্র। জম্মু-কাশ্মীর পুলিশ এ বিষয়ে জানিয়েছেন এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোন জঙ্গি সংগঠন গোষ্ঠীর, এমনটাই অনুমান করছেন তারা। এই সমস্ত আগ্নেয়াস্ত্র দিয়ে কোন বড়োসড়ো নাশকতার ছক কষা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার নিষিদ্ধ জঙ্গী সংগঠন লস্কর- ই-তৈবার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। উত্তর কাশ্মীরের সোপর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । একইভাবে অন্যদিকে মঙ্গলবার ভারতীয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন ১ জওয়ান আর আহত হয়েছেন আরো ২ জওয়ান। বিক্ষিপ্ত কিছু ঘটনার প্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের আবহাওয়া এখন অনেকটাই উত্তপ্ত।

এই মুহূর্তে

x