29 C
Durgapur
Monday, August 2, 2021

পিডি কলেজের অধ্যাপক ও অধ‍্যাপিকাদের (professors) মানবিক মুখ

পিডি কলেজের অধ্যাপক ও অধ‍্যাপিকাদের (professors) মানবিক মুখ

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পিডি কলেজের অধ্যাপক ও অধ‍্যাপিকাদের (professors) মানবিক মুখ।বেশ কয়েক দিন থেকে রিক্সাচালক -ভাইদের দুপুরের আহার তুলে দেবার কাজ অনবরত চালিয়ে যাচ্ছেন। মাস্ক বিতরন ও মধ্যাহ্নভোজের বিগত ২০দিন যাবৎ টোটোচালক ও রিক্সাচালকদের এভাবেই দুপুরের খাওয়ানোর সেবার কাজ করছেন তারা।এই কাজে সাহায্য করছে পি ডি উইমেন্স কলেজের কয়েকজন অধ্যাপক সহ- রন্জিত সিং, তন্ময় হালদার,রুপন সরকার, ওয়াসিম আকবর।সহযোগীতা করে বেশ কয়েকজন ছাত্রীরাও। ডক্টর শিলা দত্ত ঘটক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা এই দিনের দুপুরের আহারে উপস্থিত ছিলেন।

এই মুহূর্তে

x