ডিজিটাল ডেস্ক, জেলার খবর: বুদবুদের তিলডাং গ্রামে এক বিধবা মহিলাকে উত্যক্ত করার অভিযোগ উঠলো এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বলে জানা গেছে। শুক্রবার অভিযুক্ত (Accused) ব্যক্তির শাস্তির দাবিতে বুদবুদ থানার দ্বারস্থ হন ওই মহিলা।
অভিযোগ , তিলডাং গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী শেখ রাজেশ দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্যক্ত করছিল। যখন তখন মহিলার বাড়িতে ঢুকে ওই ব্যক্তি (Accused) ঢুকে পড়তো বলেও অভিযোগ। প্রতিবাদ করায় অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে হুমকি পর্যন্ত দেয়। গোটা বিষয় লিখিতভাবে বুদবুদ থানায় জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
গলসি ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি জনার্দন চ্যাটার্জী জানিয়েছেন ঘটনার সম্পর্কে তার জানা নেই। তবে এই ধরণের কেউ কাজ করে থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। দল কোনো ভাবেই সমর্থন করে না এই ধরণের কাজ। তিনি ওই মহিলার পাশে আছেন বলে জানান ।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা ঘটনার তীব্র নিন্দা করে বলেন এই ধরণের ঘটনা তাদের সভ্যতা ও সংস্কৃতি নয় । যারা এই ধরণের আচরণ করে বা মানসিকতা রাখে তারা মানুষের পর্যায়ে পরে না।তবে প্রশাসনের কাছে তিনি দাবি রাখেন আইনানুগভাবে ওই মহিলা যাতে বিচার পান।