ডিজিটাল ডেস্ক, জেলার খবর: লকডাউনের দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoological Garden)। হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের , আশংকাজনক আরো ১ জন। জানা গেছে , বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoological Garden) হোর্ডিং লাগানোর কাজ করছিলেন বেসরকারি সংস্থার কর্মীরা। সেই কাজ করার সময় কোনোভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যান ৩ জন। সেই সময় ঘটে এই বিপত্তি।
দুর্ঘটনার পরেই প্রশ্নের মুখে পড়তে হয় আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden) কর্তৃপক্ষকে । বৃহস্পতিবার রাজ্য জুড়ে চলছিল সম্পূর্ণ লকডাউন। যা কিনা পূর্ব ঘোষিত , তা হলে লকডাউন উপেক্ষা করে কিভাবে চলছিল হোর্ডিং লাগানো কাজ চিড়িয়াখানায় ? উঠছে প্রশ্ন। লকডাউনে যখন কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে চার দেওয়া রয়েছে, সেখানে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoological Garden) মতো সরকারি জায়গায় কেন কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষ।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারন খতিয়ে দেখতে গঠিত হয়েছে তদন্ত কমিটি । কমিটির সদস্যরা দুর্ঘটনার কারন খতিয়ে দেখবেন।