20.4 C
Durgapur
Wednesday, January 20, 2021

দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের

শুভময় পাত্র, জেলার খবর, বীরভূম : অতি বৃষ্টিতে (Heavy Rain) পুরনো দেওয়াল হঠাৎই ধসে পড়ল বাবা ও ছেলের উপরে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের তৎক্ষণাৎ দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে সৌরভ মন্ডল (৪০) কে মৃত বলে ঘোষণা করা হয় গুরুতর আহত অবস্থায় ছেলে অনিক মন্ডলকে(৮) নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে, রাস্তায় যাবার পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের সারদাপল্লীতে। গতকাল রাত্রে বাবা ও ছেলে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। বহুদিনের পুরনো প্রাচীর এই লাগাতার বৃষ্টিতে দুর্বল হয়ে পড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয় দুবরাজপুর থানার পুলিশ। হঠাৎ ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় রীতিমত শোকের ছায়া নেমেছে দুবরাজপুরের সারদাপল্লী তে।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink