29 C
Durgapur
Monday, August 2, 2021

উৎবোধন (inauguration)হল কৃতি সন্তান সরোজেদ্রেব রায়কতের আব‍্যখ‍্য মূতি

উৎবোধন (inauguration)হল কৃতি সন্তান সরোজেদ্রেব রায়কতের আব‍্যখ‍্য মূতি

জলপাইগুড়ি:: জলপাইগুড়ির আর্ট গ‍্যালারিতে উৎবোধন(inauguration) হল কৃতি সন্তান সরোজেদ্রেব রায়কতের আব‍্যখ‍্য মূতি।উৎবোধন করেন sjdaএর চেয়ারম্যান বীজয় বর্মন।।জলপাইগুড়ি শহরের আর্ট গ‍্যালারি বা সরোজেদ্রেদেব রায়কটের মূতি জলপাইগুড়ি তে ছিল না। মনীষা সৃতি রক্ষা কমিটির সদস্যরা উৎদোগী হয়ে এই মূতির উৎবোধন হল শুক্রবার।মনীষা সৃথি রক্ষা কমিটির উদ্যোগ ও sjdaএর সহযোগিতায় এ ই মূতি বসানোর কাজ।।আরেকটি মূতিও চলে এসেছে জলপাইগুড়ি র আরেক কৃতি সংবধিধানে সার্কর কারী উপেন্দ্র নাথ বর্মনের ।আগামী কয়েক দিনের মধ্যেই এই মূতি তি বসানো হবার কথা জানিয়েছেন বীজয় বর্মন।পাশাপাশি একটি সরোজেদ্রেব রায়কটের একটি বই প্রকাশ হয় এই উৎবোধনী অনুষ্ঠানে।

এই মুহূর্তে

x