26 C
Durgapur
Tuesday, January 19, 2021

বিশ্বে করোনা সংক্রমণের গতিতে শীর্ষে ভারত , রিপোর্ট ঘিরে উদ্বেগ

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: সময়ের সাথে সাথে ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা (Corona) পরিস্থিতি । রোজ প্রায় ৫০ হাজার করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । তারই মধ্যে আশংকার কথা জানা যাচ্ছে সমীক্ষায় । গোটা বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় ভারতের স্থান তৃতীয় হলেও যে হারে করোনার (Corona) সংক্রমণ বাড়ছে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের ।  

জানা যাচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে করোনার (Corona) সংক্রমণ ছড়াচ্ছে এদেশে। ব্লমবার্গের করোনা ভাইরাস ট্র্যাকার থেকেই পাওয়া তথ্য বলছে , গত সপ্তাহের থেকে একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে দেশে করোনা আক্রান্তের পরিসংখ্যান । যা যথেষ্ট উদ্বেগের।

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী , দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ । যার মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন । এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ৫২ হাজারেরও বেশি । মোট ৩৩ হাজার ৪২৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এ পর্যন্ত , যার মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫৪ জনের । দেশের মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র-এর নাম, এরপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক।  

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink