ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দেশে করোনার গতি ভাবাচ্ছে প্রশাসনকে। ইতিমধ্যেই দেশে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষের গন্ডি পার করেছে । মোট আক্রান্ত হয়েছেন ৪৯ লক্ষ ৩০ হাজার ২৩৭ জন। মোট মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৭৬ জনের।
এখনো পর্যন্ত করোনাকে (Covid-19) হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৯০ হাজার ৬১।
বর্তমানে আমেরিকা এবং ব্রাজিলের থেকে ভারতে দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি । এই দ্রুততাই ভাবাচ্ছে চিকিৎসকদের। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮০৯ জন ।
মৃত্যু হয়েছে ১০৫৪ জনের । গত ২৪ ঘণ্টায় করোনা (Covid-19) থেকে সুস্থ হয়েছেন প্রায় ৯০ হাজার রোগী ।