29 C
Durgapur
Monday, August 2, 2021

গ্রাম পুজোয়(village Puja) মাতলেন আদিবাসিরা

গ্রাম পুজোয়(village Puja) মাতলেন আদিবাসিরা

জলপাইগুড়ি‌:: গ্রাম সেবা গাও পুজো‌য়(village Puja) মেতে উঠলেন চা-বাগান বস্তীর আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। গ্রামে সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য মুন্ডা, ওরাওঁ ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা প্রতি বছরই আষাঢ় মাসে এই পুজো‌র আয়োজন করেন। গ্রাম সেবা গাও পুজো‌কে ঘিরে আনন্দোৎসবে মেতে উঠতে দেখা যায় জলপাইগুড়ি‌র শহর সংলগ্ন ডেঙ্গু‌য়াঝাড় চা-বাগানে বসবাস‌কারী ডাঙ্গালাইনের মানুষ‌দের। এদিন নতুন জামাকাপড় পড়ে পুজো‌র অনুষ্ঠানে সামিল আট থেকে আশি সকলেই। আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন এই পুজোকে ঘিরে মুরগি, পায়রা ও পাঠাবলির প্রচলন রয়েছে। এছাড়া শিশু‌দের মঙ্গল কামনা করে চা-বাগানের জঙ্গলে মুরগি ছেড়ে দেওয়া হয়। আর‌ও নানাবিধ নিয়ম নীতি মেনে এই পুজোর আয়োজন করেন চা-বাগান বস্তীর আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। এই পুজোতে করোনামুক্ত পৃথিবী হোক এই কামনা করেন বাসিন্দারা।

এই মুহূর্তে

x