ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দুর্গাপুরে কোকওভেন থানা এলাকা থেকে একটি আহত সজারুকে (Hedgehog) উদ্ধার করলো বন দফতর। শনিবার সকালে কোকওভেন থানার অন্তর্গত কল্পতরু কলোনীর বাসিন্দারা আহত অবস্থায় সজারুটিকে (Hedgehog) পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন ।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঐ সজারুটিকে(Hedgehog) উদ্ধার করে দুর্গাপুর বন দফতরে নিয়ে যায় । বনদফতরের আধিকারিক জানান ,সজারুটির পায়ে ও মাথায় আঘাত রয়েছে ৷ তাড়াতাড়ি সজারুটিকে সুস্থ করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷