29 C
Durgapur
Friday, May 7, 2021

পুজোর দিনে কিছুক্ষণের জন্য ভক্তদের সামনে আসেন মা লক্ষ্মী

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: পুজোর (Laxmi Puja) দিন কিছুক্ষণের জন্য মা লক্ষ্মী বের হন ঘরের গোপন সিন্দুক থেকে। আর সেই লক্ষ্মী মূর্তি দেখতে ভিড় জমান আশপাশে অঞ্চলের বাসিন্দারা।

প্রসঙ্গত জামুড়িয়ার নন্ডী গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের অষ্টধাতুর লক্ষ্মী পূজা (Laxmi Puja) এলাকায় খুবই প্রসিদ্ধ। অষ্টধাতু দিয়ে তৈরি প্রায় ২ ফুটের এই মা লক্ষ্মী শুধুমাত্র পুজোর দিন কিছুক্ষণের জন্য মন্দিরে আনা হয়। যা দেখতে মন্দিরে ভিড় জমান বহু মানুষ

বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্য জানান , প্রায় ৭০ বছর আগে বন্দ্যোপাধ্যায় পরিবারের কর্তৃক অপরূপা স্বপ্নে মায়ের দর্শন পান। তখন থেকেই হয়ে আসছে এই পুজো (Laxmi Puja) ।

লক্ষ্মীপুজো (Laxmi Puja) শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪ টি কোলিয়ারি মালিক হন তারা। সেই সময় এই সমস্ত কোলিয়ারির কর্মরত শ্রমিকরা আসতেন এই পুজোর সময়। সাত দিন ধরে এই পুজো উপলক্ষে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকত। তার সঙ্গে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ,যাত্রাপালা সবই হতো এই পুজোকে ঘিরে।

কিন্তু বর্তমান সময়ে এই লক্ষ্মী পুজোর জৌলুস কম হলেও সেই পুরনো রীতি রেওয়াজ মেনে আজও পূজিত হন ধনদেবী ।

এই মুহূর্তে

x