15.4 C
Durgapur
Friday, January 22, 2021

অনুপ জালোটার সঙ্গে বিয়ের সাজে জসলিন মাথারু ; ভাইরাল ছবি

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: তবে কি বিয়েটা সেরেই ফেললেন ? লকডাউন বা করোনাকালে সমস্ত সেলিব্রিটিরা যেভাবে একের পর এক চমক দিচ্ছেন তাতে সেই ধারণা খুব একটা ভুল নয় ।

এবার আসা যাক প্রসঙ্গে, সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে জসলিন মাথারু একটি ছবি শেয়ার করেছেন , সোশ্যাল মিডিয়ায় যা দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে। ছবিতে নববধূর বেশে দেখা যাচ্ছে জসলিনকে আর পাশেই হাসি মুখে শেরওয়ানি পরে বসে আছেন অনুপ জালোটা (Anup Jalota)।

কিন্তু হঠাৎ কি কারনে বিয়ের সাজে সাজলেন দুজনে ? প্রশ্ন উঠতেই পারে। জানা গেছে, তাদের এই ছবি আসন্ন সিনেমা ‘ওহ মেরি স্টুডেন্ট হ্যায়’র। যেখানে জসলিন মাথারু আর তার গুরু অনুপ জলোটাকে (Anup Jalota) দেখা যাবে। সিনেমার শ্যুটিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

রিয়েলিটি শো বিগ বস ১২ র অন্যতম প্রতিযোগী অনুপ জালোটার (Anup Jalota) সঙ্গী হিসেবে ঘরে গিয়েছিলেন জসলিন। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন । পরে যদিও অনুপ জালোটা (Anup Jalota) দাবি করেন যে জসলিন তাঁর মেয়ের মতো।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce