27.4 C
Durgapur
Monday, June 21, 2021

ব্যবসায়িক শত্রুতার জেরে বন্ধুকে অপহরণ , মাইথনে গ্রেফতার ৬

উদয় সিং , আসানসোল: ব্যবসায়িক শত্রুতার জেরে বন্ধুকে অপহরণ (Kidnap), মাইথন থেকে ৬ অপহরণকারী গ্রেফতার। জানা গেছে, একসঙ্গে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েকজন যুবক । সেই ব্যবসা শুরু করার জন্য ৩ লাখ টাকা নেওয়া হয় সঞ্জয় সিংয়ের কাছে । কয়েকমাস ব্যবসা করার পর সঞ্জয়ের কাছ থেকে আরও টাকা চায় অন্য বন্ধুরা । ব্যবসা বাড়াবার জন্য সেই টাকা দিয়ে দেয় সঞ্জয় । সঞ্জয় সম্ভ্রান্ত পরিবারের হওয়ায় বন্ধুদের চাহিদাও দিন দিন বাড়তে থাকে ।

সম্প্রতি সঞ্জয়ের কাছ থেকে বন্ধুরা আরও টাকা দাবি করলে সঞ্জয় দিতে অস্বীকার করে । এরপরেই যে কোম্পানিতে ঠিকা নেওয়া হয়েছিল সেই কোম্পানির বেশ কিছু জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয় এই যুবকরা । সেই কথা সঞ্জয় সিং কর্তৃপক্ষকে জানিয়ে দিলে শুরু হয় শত্রুতা ।

সেই শত্রুতার জেরে সঞ্জয় সিংকে মারধর করে ঝাড়খন্ড থেকে তুলে (Kidnap) নিয়ে এসে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তবর্তী মাইথনের কাছে কল্যানেশ্বরী এলাকার একটি হোটেলে আটকে রাখে ওই যুবকরা । এরই মধ্যে কোনোভাবে হোটেল থেকে পালিয়ে গিয়ে সিআইএসএফ এর দ্বারস্থ হয় সঞ্জয় । গোটা ঘটনার কথা জানিয়ে সিআইএসএফ ঝাড়খণ্ডের মাইথন থানায় খবর দিলে মাইথন থানার পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ হোটেল থেকে অপহরণকারী ছয় জনকে গ্রেপ্তার করে । ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে সঞ্জয়ের পরিবার।

এই মুহূর্তে

x