পাণ্ডবেশ্বর,সোমনাথ মুখার্জি :পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari ) মহামারী করোনায় আক্রান্ত হয়ে দিন কয়েক অসুস্থ থাকার পর এবার সম্পূর্ণ সুস্থ হয়ে বিভিন্ন মন্দিরে যান দর্শন করতে।
এদিন তিনি পাণ্ডবেশ্বরের পঞ্চ পান্ডব মন্দিরে পুজো দেন।বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) সম্মান জানাতে স্থানীয় তৃণমূল কর্মীরা পান্ডব মন্দির প্রাঙ্গণে মুনি পূজো উৎসবের আয়োজন করে। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ও অংশগ্রহণ করেন এদিন।
বিধায়ককে অভ্যর্থনা জানাতে প্রচুর স্থানীয় বাসিন্দারা জড়ো হন মন্দির চত্বরে। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari ) জানান, এই বিপুল পরিমাণে মানুষের ভালোবাসা তার একমাত্র প্রাপ্য। সেটা নিয়েই আগামীদিনে এগিয়ে যেতে চান।