20.4 C
Durgapur
Wednesday, January 20, 2021

শিক্ষক দিবসে দুঃস্থ শিশুদের পাশে ‘কালজয়ী’

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনার আবহে শিক্ষক দিবসের (Teacher’s Day) উদযাপনের ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে। স্কুল, কলেজ ,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পঠনপাঠনের মতো শিক্ষক দিবস (Teacher’s Day) উদযাপনও চলছে ভার্চুয়াল মাধ্যমে।

তবে দুর্গাপুরের ‘কালজয়ী’ পত্রিকার পক্ষ থেকে এদিন এক অন্যরকম কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ২২ নং ওয়ার্ডে সোনারতরী এলাকায় দুঃস্থ শিশুদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয় ‘কালজয়ী’ পত্রিকার পক্ষ থেকে

পত্রিকার সম্পাদক শুভজিৎ রায় জানান, সঙ্কটজনক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষার ম্যান , ঐতিহ্য বহাল রাখতেই এই উদ্যোগ নিয়েছেন। আগামী দিনেও এই ধরনের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শুভজিৎবাবু

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink