ডিজিটাল ডেস্ক, জেলার খবর : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ফের একবার খবরের শিরোনামে। এবার তাঁর নিশানায় বলিউডের ‘ভিকি ডোনার’। আক্রমণের মুখে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনও। এবার কঙ্গনা (Kangana Ranaut) একটি টুইট শেয়ার করে একহাত নিনেল ‘বহিরাগত’ আয়ুষ্মান খুরানাকে।আয়ুষ্মানকে একেবারে ‘মুভি মাফিয়াদের তোষামোদকারী’ আখ্যা দিতেও ছাড়েননি তিনি। সাথে প্রশ্ন তোলা হল রণবীর কপূরের চরিত্র এবং দীপিকার মানসিক অবসাদ নিয়েও।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই বলিউডের ‘মুভি মাফিয়াদের’ বিরুদ্ধে যুদ্ধে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আলিয়া ভাট, কর্ণ জোহরের পাশাপাশি রেয়াত করেননি প্রাক্তন বন্ধু অনুরাগ কশ্যপকেও। তাপসী পান্নু, স্বরা ভাস্করের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভারচুয়াল কোন্দলে জড়িয়েছেন একাধিকবার। এবার তাঁর নিশানায় আয়ুষ্মান খুরানা। স্বঘোষতি চলচ্চিত্র সমালোচক কেআরকে তাঁর টুইটে লেখেন, “৩টি কারণের জন্য রিয়া ও ‘নেপো কিড’-দের পক্ষ নিচ্ছেন আয়ুষ্মান। বলিউডে টিকে থাকতে এবং ইয়াশ রাজ ব্যানারে অভিনয় করতে। তৃতীয়ত সুশান্ত ছিলেন তাঁর প্রতিপক্ষ।” সেই টুইট শেয়ার করে কঙ্গনা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতাকে মুভি মাফিয়ার বহিরাগত তোষামোদকারী আখ্যা দেন।
ঠিক তার আগের টুইটেই রণবীর কাপুরকে ‘সিরিয়াল স্কার্ট চেজার’ বলা হয়। ছাড়া হয়নি দীপিকাকেও। একই টুইটে লেখা হয়, “দীপিকা স্বঘোষিত মানসিক রোগী কিন্তু তাঁকে বিকারগ্রস্ত বা জাদুকরী বলা হয় না।”
জেএনইউ-র পড়ুয়াদের পাশে দাঁড়ানো নিয়ে দীপিকাকে আগেও আক্রমণ করেছেন কঙ্গনা রানাওয়াতের সমর্থকরা। দাবি করা হয়েছিল, পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য নাকি বিদেশের ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়েছিলেন দীপিকা। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেও কঙ্গনা রানাওয়াত বা তাঁর সমর্থকদের মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি দীপিকা।