29 C
Durgapur
Friday, May 7, 2021

বিনামূল্যে র‍্যাপিড টেস্টের আয়োজন করল কাঁকসা গ্রাম পঞ্চায়েত

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: দেশের সাথে সাথে রাজ্যেও ঝড়ের গতিতে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হিসেবে যথাযথ মাত্রায় করোনা টেস্ট (Rapid test) করার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই মতো দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। রাজ্যেও বাড়ানো হয়েছে করোনার র‍্যাপিড টেস্ট (Rapid test)।

বৃহস্পতিবার কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিনামূল্যে র‍্যাপিড টেস্টের (Rapid test) ব্যবস্থা করা হয় । এদিন পঞ্চায়েত কার্যালয়ের তিনতলায় বিনামূল্যে র‍্যাপিড টেস্ট ক্যাম্পে প্রায় ৫০ জন র‍্যাপিড টেস্ট করান।

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গেছে,এলাকার মানুষের মধ্যে করোনার ভয় কাটাতে এবং এলাকার মানুষ র‍্যাপিড টেস্ট করে যাতে নিশ্চিন্তে নিজেদের এলাকায় থাকতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী দিনে আবারও ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে র‍্যাপিড টেষ্টের (Rapid test) ব্যবস্থা করা হবে

এই মুহূর্তে

x