নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে আয়োজন হয়েছে কাঁকসা (Kanksa) থানা প্রাঙ্গনে।
অন্যান্য বছরগুলোতে মহা ধুমধামের সঙ্গে কালী পুজোর আয়োজন হলেও এবছর করোনা পরিস্থিতি এবং হাইকোর্টের নির্দেশ মেনে কাঁকসা থানা প্রাঙ্গনে কঙ্কেশ্বরি কালি মন্দিরের পুজোয় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
দর্শনার্থীদের জন্য প্রবেশ দ্বারে রাখা হয়েছে স্যানিটাইজার ট্যানেল, পাশাপাশি মন্দিরের ৩০ ফুট দূর থেকেই দেবী মূর্তি দর্শন করবেন দর্শনার্থীরা ।
এছাড়াও অন্যান্য বছরের মত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবছর সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে । কালীপুজো উপলক্ষে অলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে থানা চত্বর। পাশাপাশি করোনা সচেতনতায় লাগানো হয়েছে ফ্লেক্স ।