22.8 C
Durgapur
Tuesday, January 19, 2021

‘গুড নিউজ’ শেয়ার করলেন সইফিনা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: গুড নিউজ শেয়ার করলেন সইফিনা । নবাব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আজ্ঞে হ্যাঁ, দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সেই সঙ্গে দাদা হতে চলেছে ছোট্ট তৈমুর । বুধবার সইফ আলি খানের পিআর টিমের তরফে এই সুখবর জানানো হয় ।

সইফ আলি খান ও করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) তরফে জানানো হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সংসারে একজন নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। এত ভালবাসা আর শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ । সইফ , করিনার সংসারে নতুন সদস্যের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পরে গিয়েছে বলিউডে ।

২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটে নবাব ও বেবো (Kareena Kapoor Khan) । ২০১৬ সালে জন্ম হয় নবাবপুত্তুরের । মা-বাবার পাশাপাশি ছোট থেকেই লাখো ভক্ত তৈরী হয়ে যায় তৈমুরের । অনেক সময় ছেলের জনপ্রিয়তা সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এই সেলেব জুটিকে । তবে সেই ছোট্ট তৈমুর এবার দাদা হতে চলেছে।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink