31.3 C
Durgapur
Monday, July 26, 2021

বেবি বাম্প নিয়ে ইন্টারনেটে ‘ভাইরাল’ করিনার নতুন ভিডিও

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দ্বিতীয় বার মা হতে চলেছেন বলিউড ডিভা করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) । মাস খানেক আগেই পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেছেন সইফিনা । নবাব পরিবারের তরফে ‘সুখবর’ সামনে আসার পর থেকেই উচ্ছসিত করিনা ,সইফের অনুরাগীরা।

তৈমুরের জন্মের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা (Kareena Kapoor Khan) । ফলে তাকে নিয়ে ভক্তদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তো সাধারণ ব্যাপার । এবার ভাইরাল হল অন্তঃসত্ত্বা করিনার নতুন ছবি। সোশ্যাল দুনিয়ায় তা দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে

নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন করিশ্মা কাপুর । সেই পোস্টটি রি- পোস্ট করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) । ভাইরাল ওই ভিডিওতে দিদি করিশ্মা কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে । সেখানেই অন্তঃসত্ত্বা করিনার বেবি বাম্পও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে ।

সম্প্রতি পতৌদি রাজপ্রাসাদ থেকে সপরিবারে মুম্বইতে ফিরেছেন করিনা (Kareena Kapoor Khan) । শহরে ফেরার সময়ই সইফ, করিনা এবং তৈমুরের ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এবার সামনে এলো অভিনেত্রীর নতুন ভিডিও ।

এই মুহূর্তে

x