29 C
Durgapur
Monday, August 2, 2021

খুটি পুজোর (Khuti Pujo)মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা করলো কোতুলপুর উত্তর পল্লী বাসিন্দাদের

খুটি পুজোর (Khuti Pujo)মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা করলো কোতুলপুর উত্তর পল্লী বাসিন্দাদের

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঙালির প্রানের উৎসব বড় উৎসব দুর্গাপুজো(Durga Pujo) , আর পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র দুই তিন মাস। আপামর বাঙালির গায়ে পুজোর গন্ধ এসে পড়েছো।মাকে আহ্বান জানাতে খুটি পুজো((Khuti Pujo)) শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আজ কোতুলপুর উত্তর পল্লী বাসিন্দাদের দুর্গা পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল। বিগত দিনের মতো এই বছরেও উল্টো রথের দিনে খুঁটিপূজা অনুষ্ঠিত হয়। আর এই বছর খুঁটিপুজো হলেও এ বছরের দুর্গা পূজোতে থাকছে না তেমন কোনো জাকজমকতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কারণ এসব কিছুই কেড়ে নিয়েছে করোনা। তাই অতি সাধারন ভাবেই খোলা মেলা প্যান্ডেলে পুজো হবে জানালেন উদ্যোক্তারা । সমস্ত রকমের করোনা মোকাবিলার ব্যবস্থা থাকছে। অল্প সংখ্যক লোককে নিয়ম এবং করোনা বিধী মেনে তবেই প্রতিমা দর্শন করতে দেওয়া হবে। মূল গেটের সামনে থাকবে মাক্স স্যানিটাইজার । পুজো কমিটির সম্পাদক শেখ সান্তনু জানাচ্ছেন “মায়ের পূজো না করলে তো নয়। তবু যেটুকু না করলে নয় সেভাবেই পূজো হবে। এবং করোনা বিধি কে মান্যতা দিয়ে পুজো হবে।” গত বছরেও করোনা আবহাওয়া থাকার কারণে সেরকম আরমম্বর ভাবে পুজো করে উঠতে পারেননি উদ্যোক্তারা । বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব পালন করতে হচ্ছে কিছুটা হলেও অনাড়ম্বরভাবেই।

এই মুহূর্তে

x