34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

কোতুলপুর উত্তরপল্লী অধিবাসীবৃন্দের পুজোয় মাতেন উভয় সম্প্রদায়ের মানুষ

নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা মোকাবিলায় সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করে কোতুলপুর উত্তর পল্লী অধিবাসীবৃন্দ পুজোর (Durga Puja) শুভ সূচনা হলো। এই পুজো অন্যান্য পুজোর থেকে কিছুটা হলেও আলাদা , কারণ এই পুজোতে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ওতপ্রোতভাবে অংশগ্রহণ করে

পুজোর (Durga Puja) মধ্যে আড়ম্বরের ছাপ কম থাকলেও পুজো বলতে যেটুকু বোঝায় ভক্তি , শ্রদ্ধা, অঞ্জলি কুশল বিনিময় , মিষ্টিমুখ সবই চলে নিষ্ঠা ভরে। তেমনি আজকের এই পুজোর উদ্বোধনেও আলাদা মাত্রা যোগ করলেন যোগাসনে স্বর্ণজয়ী বিপ্রতীপ ভট্টাচার্য । সঙ্গে ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস সহ একাধিক গুণী ব্যক্তিত্ব

অতিরিক্ত পুলিশ সুপার এদিন সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানান , বর্তমান করোনা পরিস্থিতিতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই পুজো (Durga Puja) করতে হবে। সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে । খামতি রাখতে নারাজ প্রশাসন ও পুজোর কর্মকর্তারা। করোনা আবহের কারণে এবছরের পুজোর বাজেট অনেকটাই কমানো হয়েছে বলে জানান পুজো (Durga Puja) কমিটির সম্পাদক শেখ সান্তনু।

এই মুহূর্তে

x