নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা মোকাবিলায় সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করে কোতুলপুর উত্তর পল্লী অধিবাসীবৃন্দ পুজোর (Durga Puja) শুভ সূচনা হলো। এই পুজো অন্যান্য পুজোর থেকে কিছুটা হলেও আলাদা , কারণ এই পুজোতে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ওতপ্রোতভাবে অংশগ্রহণ করে।
পুজোর (Durga Puja) মধ্যে আড়ম্বরের ছাপ কম থাকলেও পুজো বলতে যেটুকু বোঝায় ভক্তি , শ্রদ্ধা, অঞ্জলি কুশল বিনিময় , মিষ্টিমুখ সবই চলে নিষ্ঠা ভরে। তেমনি আজকের এই পুজোর উদ্বোধনেও আলাদা মাত্রা যোগ করলেন যোগাসনে স্বর্ণজয়ী বিপ্রতীপ ভট্টাচার্য । সঙ্গে ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস সহ একাধিক গুণী ব্যক্তিত্ব।
অতিরিক্ত পুলিশ সুপার এদিন সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানান , বর্তমান করোনা পরিস্থিতিতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই পুজো (Durga Puja) করতে হবে। সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে । খামতি রাখতে নারাজ প্রশাসন ও পুজোর কর্মকর্তারা। করোনা আবহের কারণে এবছরের পুজোর বাজেট অনেকটাই কমানো হয়েছে বলে জানান পুজো (Durga Puja) কমিটির সম্পাদক শেখ সান্তনু।