28 C
Durgapur
Friday, May 7, 2021

দশমীর সকালে গুলির আওয়াজে কেঁপে ওঠে গ্রাম, কৈলাসে পাড়ি দেয় রায় বাড়ির উমা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দশমীর সকাল থেকেই বাড়ির ছোটদের মুখ ভার দেখতে দেখতে পুজোর (Durga puja) চারটে দিন প্রায় শেষ হতে চললো। দশমীর সকাল মানে দোলা বিসর্জন, মায়ের বিদায়ের প্রথা মাফিক নিয়ম। আর সেই সাথে পুরোনো ঐতিহ্য মেনে গুলির আওয়াজে কেঁপে ওঠা।


৩০০ বছরের নিয়ম একই ভাবে পালিত হয় কুলটির বেলরুই রায় পরিবারে । বাড়ির সদস্যদের হাতে গর্জে ওঠে বন্দুক। লাইসেন্সপ্রাপ্ত সেই বন্দুকের আওয়াজে দূরদূরান্ত থেকে গ্রামবাসীরা জানতে পারে বেলরুই রায় পরিবারে দোলা বিসর্জন হচ্ছে।

এই বছর করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় পুজো (Durga puja) । দোলা বিসর্জনের সময় ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহ্যের নিদর্শন রেখে গুলির আওয়াজে বিদায় জানানো হয় মাকে ।

এই মুহূর্তে

x