29 C
Durgapur
Friday, May 7, 2021

পুজোর বোনাস সহ একগুচ্ছ দাবি , ২৯ দিন ধরে চলছে শ্রমিক আন্দোলন

সোমনাথ মুখার্জী, অন্ডাল: ২৯ দিনে গড়ালো বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে (Shyamsunderpur Colliery) ঠিকা শ্রমিকদের কর্মবিরতি। পুজোর বোনাস সহ একগুচ্ছ দাবিতে গত ১৬ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করে কোলিয়ারির ঠিকা শ্রমিকরা। অভিযোগ , শারদ উৎসব শেষ হয়ে গেছে তবুও এখনও মেলেনি পুজোর বোনাস । কর্তৃপক্ষ ও ঠিকাদারদের যোগসাজশেই এই পরিণতি,তাই দাবি আদায়ে টানা ২৯ দিন ধরে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিকা কর্মীরা।

শ্রমিকদের অভিযোগ গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল । তবে লাগাতার আন্দোলনের ফলে শেষ পর্যন্ত ৮ ৩৩ শতাংশ বোনাস মিলেছিল । এবার সেটাও মেলে নি। ফলে উৎসবের মরসুমে চরম সমস্যায় পড়েছেন শ্যামসুন্দরপুর কোলিয়ারির (Shyamsunderpur Colliery) প্রায় ৩০০ ঠিকা শ্রমিক ।

সংগঠনের পক্ষে শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় জানান কর্তৃপক্ষ ও ঠিকাদারেরা সুপ্রিম কোর্ট ও হাইপাওয়ার কমিটির সুপারিশ এখনো এখানে কার্যকর করেনি । ফলে বর্ধিত বেতন সহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা । দাবি আদায়ে গত মাসের ১৬ তারিখ থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে (Shyamsunderpur Colliery) শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে আসছে । যতক্ষণ না হাইপাওয়ার কমিটির সুপারিশ কার্যকর ও পুজোর বোনাস হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানান তিনি ।

শ্রমিকদের পক্ষে সেখ ভুলন ,আতাউর রহমান, গৌড় দাসদের অভিযোগ গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষ লাগাতার চাপ সৃষ্টি করছে শ্রমিকদের উপর । বাইরে থেকে শ্রমিক এনে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙ্গার চেষ্টা চলছে । গতকাল বাইরে থেকে কিছু শ্রমিক এনে কাজ শুরু করার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ (Shyamsunderpur Colliery) । তবে শ্রমিকদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি । দাবি আদায় না হলে কোনো পরিস্থিতিতেই তারা পিছু হাটবে না বলেও হুঁশিয়ারি দেন ।

গতকালের পর আজও বহিরাগত শ্রমিকদের এনে কাজ শুরু করার চেষ্টা করলে বহিরাগতদের দেখে তাদের বাধা দেয় আন্দোলনরত শ্রমিকরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় । খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি কারখানা কর্তৃপক্ষের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান , সমস্যা সমাধানের চেষ্টা চলছে ।

এই মুহূর্তে

x