29 C
Durgapur
Friday, February 26, 2021

বাজারদর আগুন ! লক্ষ্মী পুজোর জোগাড় করতে গিয়ে মাথায় হাত গৃহস্থের

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: বাজারে দিনের পর বেড়ে চলেছে খাদ্যদ্রব্যের দাম। লক্ষ্মী পুজোর (Laxmi Puja) জোগাড় করতে গিয়ে মাথায় হাত গৃহস্থেরকাঁচা শাক-সবজি থেকে ফলের দাম সবকিছুই আকাশ ছোঁয়া। আলু-পেঁয়াজ,পটল,বেগুন ,ঢেঁড়স , কুমড়ো, ঝিঙে ,কাঁচালঙ্কা,ফুল কপি সব সবজির দরই ঊর্ধ্বমুখী।

সবজির পাশাপাশি ফলের দামেও পকেট পুড়ছে। আপেল,পানিফল,ন্যাসপাতি, পেয়ারা, মুসম্বি, বেদানা, আঙুর, খেজুর,কলা থেকে শুরু করে ডাব-নারকেল সবের দামই বেড়েছে

ফল ,সবজির সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে ফুলেরও । এই পরিস্থিতিতে লক্ষ্মী পুজোর (Laxmi Puja) জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েছেন আমি বাঙালী। দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

অন্যদিকে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকেই এবছর নমো নমো করে পুজো সারছেন। ফলে লক্ষ্মীপুজোর (Laxmi Puja) বাজারও মন্দা। আগের মতো বিক্রিবাটা নেই , উৎসবের মরসুমে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ 7dak Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce şirinevler escort şişli escort mecidiyeköy escort