28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

মহিলাদের উপর আক্ৰমণের প্রতিবাদে বাম-কংগ্রেসের ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধি, জেলার খবর: উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ , ভুলুন্ঠিত হচ্ছে মেয়েদের সম্মান। ধর্ষণ, খুন, নির্যাতনের ঘটনায় বার বার প্রশ্নের মুখে পড়ছে নারী নিরাপত্তা। এরই প্রতিবাদে এবার সরব হল বীরভূম জেলার বাম ও কংগ্রেস নেতৃত্ব (Left-Congress) ।

হাথরাস গনধর্ষনের প্রতিবাদ সহ এই রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া নারীদের প্রতি অত্যাচার, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথে নামলো বামফ্রন্ট ও কংগ্রেস (Left-Congress)।

সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সদর শহর সিউড়িতে প্রতিবাদ মিছিল বের করে চলে বিক্ষোভ। এদিন সকালে সিউড়ি পুলিশ লাইন থেকে শুরু হয় বাম-কংগ্রেসের (Left-Congress) প্রতিবাদ মিছিল। শহর পরিক্রমা করে সেই মিছিল শেষ হয় সিউড়ি পোস্ট অফিস মোড়ে । মিছিল থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধিক্কার জানান বাম ও কংগ্রেস (Left-Congress) নেতৃত্ব। একইভাবে বোলপুর শহরেও পালিত হয় এই কর্মসূচি।

এই মুহূর্তে

x