মনোজিৎ গোস্বামী,কাঁকসা: করোনা আবহে এবার গণেশ পুজোর (Ganesh Puja) বাজেটে কাটছাঁট করলেন পানাগড় গ্রামের পুজো উদ্যোক্তারা । বেশ কয়েক বছর ধরে পানাগড় গ্রামে ধুমধামের সঙ্গে হয়ে আসছে গণেশ পুজো (Ganesh Puja) । কিন্তু করোনার জেরে আকাশছোঁয়া ফলের দাম, দাম বেড়েছে গণেশ মূর্তিরও। পাশাপাশি করোনার জেরে প্রশাসনিক বিধিনিষেধ থাকায় বাতিল করা হয়েছে সমস্ত অনুষ্ঠান। তাই কোনও মতে নিয়ম রক্ষার জন্য এবছর গণেশ পুজোর আয়োজন করেছেন পানাগড় গ্রামের গণেশ পুজোর উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানিয়েছেন, করোনার জন্য এবং প্রশাসনিক নিয়ম মেনে নিয়মরক্ষার জন্য তাঁরা এবছরও পূজো করছেন ঠিকই। তবে পুজো প্রাঙ্গণে তেমন ভিড় জমতে দেওয়া হবে না । অন্যান্য বছরের তুলনায় এ বছর মূর্তির আকারও ছোট করা হয়েছে। পাশাপাশি পুজোর খরচে কাটছাঁট করে যেটুকু পুজোর জন্য ফলের দরকার সেইটুকুই কেনা হবে এবং নিয়ম-রক্ষার জন্য পুজো হবে এ বছর।
তবে তাদের আশা , করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে আবার আগামী বছর সব স্বাভাবিক হলে পুনরায় ধুমধাম করে গনেশ পুজোর (Ganesh Puja) আয়োজন করবেন তারা।