নরেশ ভকত, বাঁকুড়াঃ শুক্রবার পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়া সদর থানার পোদ্দার পাড়ার মানুষজন। এলাকার নিরাপত্তার (Safety) দাবি জানিয়ে এদিন দীর্ঘক্ষন ধরে পথ আটকে বিক্ষোভ দেখান তারা । এলাকাবাসীর জানা যায় , কিছুদিন আগেই এই এলাকায় রাতের অন্ধকারে চুরি হয় । সেই ঘটনার পর এবার মদ্যপ অবস্থায় বেশকিছু যুবক একটি খাবারের দোকানে খাবার না পেয়ে স্থানীয় যুবকের উপর চড়াও হয়ে মারধর শুরু করে । ঘটনায় এলাকার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ।
তাঁদের অভিযোগ, যে নিত্যদিন মদ্যপ অবস্থায় এই যুবকরা কিছু না কিছু ঘটনা ঘটিয়েই চলেছে । এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিন রাস্তা অবরোধ করেন এলাকাবাসী । পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দেন তারা। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেয় ।
শোভন দে নামে এক স্থানীয় যুবক জানান, রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী প্রায়শই এলাকায় তাণ্ডব চালায়। এছাড়াও বেশ কিছু দুষ্কৃতী হাতে ছুরি ও ভোজালি নিয়ে ঘুরে বেড়ায় এলাকায় । প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েও কোন সুরাহা হয়নি । তারা অবিলম্বে এই দুষ্কৃতীর দলকে গ্রেপ্তার করুক, এদিন এমনই দাবি তোলেন স্থানীয়রা । অবশেষে পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । ঘটনার ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।