নরেশ ভকত, বাঁকুড়া : বাঁকুড়ার বিষ্ণুপুর মড়া ১ নম্বর ক্যাম্পের চাতাল হেতেগড়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ লরি দুর্ঘটনা (Lorry Accident) । মুখোমুখি দুই লরি সংঘর্ষে অগ্নিসংযোগের সৃষ্টি হয় ।ভস্মীভূত হয়ে যায় দুই লরি । ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
শনিবার রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা (Lorry Accident) । স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে ও দমকল বিভাগে।দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।কিন্তু লরিতে থাকা চারজন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লরিতে আরও আরোহী ছিল কিনা তার তদন্ত শুরু হয়েছে।