31.3 C
Durgapur
Monday, July 26, 2021

করোনা আবহে আর্থিক ক্ষতির মুখে পদ্মচাষীরা

নরেশ ভকত,বাঁকুড়াঃ লকডাউন, করোনা মানুষের চাওয়া-পাওয়াগুলোকে এক লহমায় ধ্বংস করে দিয়েছে । একদিকে যেমন কাজ হারিয়ে বেড়েছে বেকারত্ব, তেমনি ধসে গিয়েছে দেশের অর্থনীতি। সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। অন্যান্য চাষিদের মতো করোনা প্রভাব ফেলেছে পদ্মচাষীদের উপরেও। করোনার কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাঁকুড়ার পদ্মচাষীরা (Lotus farmers) ।

নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ , দিগন্ত জুড়ে থাকা কাশফুল , ভরে থাকা পদ্ম দীঘি জানান দিচ্ছে মা আসছে। পুজোর খুশিতে প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে ঠিকই , কিন্তু মানুষের মুখ ঢেকেছে মাস্কে। হাতে গ্লাভস , স্যানিটাইজার করোনা কালে এসবই নিত্যসঙ্গী। তারই মধ্যে চলছে শারদোৎসবের আয়োজন।

পদ্মফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ তাই পুজোর অন্যতম এই উপকরণের সঙ্গে যুক্ত থাকা মানুষগুলো কেমন আছেন পুজোর আগে ? তারই খোঁজ নিলাম আমরা। বিষ্ণুপুরের মরার পঞ্চায়েতের মরার গ্রামের পদ্ম চাষী (Lotus farmer) সুনিল মাথুর , সকাল থেকে ব্যস্ত রয়েছে পদ্ম তুলতে। সাপের উপদ্রবকে মাথায় রেখেই রাত দিন পরিশ্রম করে পদ্মচাষ করেছেন দুটো পয়সা ঘরে তোলার আশায় । কিন্তু এবছর বাঁধ সাধলো নোবেল করোনা ভাইরাস । অন্যান্য বছর এই সময় এক একটা পদ্মফুলের দাম থাকে ১০ টাকা কিন্তু এবছর এক একটা পদ্মফুল মাত্র তিন টাকায় বিক্রি হচ্ছে ।

স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পদ্মচাষিরা (Lotus farmers) । পুজোতে বাড়ির সদস্যদের কিভাবে নতুন জামা-কাপড় কিনে দেবেন আগামী দিনে সংসার চলবে কোন পথে তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে পদ্ম চাষী সুনিল মাথুরের ।

সুনিল মাথুর জানান , অন্যান্য বছর আমি পদ্মফুল কলকাতায় নিয়ে যাই , রোজগারও বেশ ভালোই হয়। কিন্তু এখন ট্রেন বন্ধ , যোগাযোগ ব্যবস্থা না থাকায় পদ্ম ফুল এখন গুদামজাত করতে হচ্ছে। পুজোর আগে বিষ্ণুপুর শহরেই বিক্রি করতে হবে সেই ফুল। দামও আগের মতো মিলছে না, তাই লাভ তো দূরের কথা কোনওক্রমে আর্থিক সুরাহা হবে মাত্র।

সুনিল মাথুর জানান , অন্যান্য বছর আমি পদ্মফুল কলকাতায় নিয়ে যাই , রোজগারও বেশ ভালোই হয়। কিন্তু এখন ট্রেন বন্ধ , যোগাযোগ ব্যবস্থা না থাকায় পদ্ম ফুল এখন গুদামজাত করতে হচ্ছে। পুজোর আগে বিষ্ণুপুর শহরেই বিক্রি করতে হবে সেই ফুল। দামও আগের মতো মিলছে না, তাই লাভ তো দূরের কথা কোনওক্রমে আর্থিক সুরাহা হবে মাত্র।

এই মুহূর্তে

x