শুভময় পাত্র, বীরভূম: বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দিরে ও সতীপীঠগুলিতে প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) তথা বীরভূমের ভূমিপুত্র প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় পূজা-অর্চনা ও মহাযজ্ঞ আয়োজন করেছেন কংগ্রেস কর্মী-সমর্থক থেকে শুরু করে ব্যক্তিগতভাবে অনেকেই ।
গত সোমবার করোনা আক্রান্তের খবর তিনি তার নিজের টুইট বার্তায় জানিয়েছিলেন। আর তারপরে প্রথমেই তার নিজের গ্রাম বীরভূমের কিন্নাহার এ যুবুটিয়া গ্রামে জপেশ্বর শিব মন্দিরে প্রাক্তন রাষ্ট্রপতির (Former President) দ্রুত আরোগ্য কামনায় আয়োজন করা হয়েছিল মহাযজ্ঞ। এদিন সকাল থেকে বীরভূমের নানান জায়গায় দলীয় কর্মী সমর্থক ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষ প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ ও পূজার্চনার মধ্য দিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন।
বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সঞ্জয় অধিকারীর নেতৃত্বে বীরভূম জেলার বক্রেশ্বর শিব মন্দিরে আয়োজন করা হয়েছিল মহাযজ্ঞ। পাশাপাশি বীরভূমের লাভপুরের ফুল্লোরা মন্দিরেও প্রাক্তন রাষ্ট্রপতির (Former President) আরোগ্য কামনায় বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয় । বর্তমানে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন রয়েছেন প্রণববাবু । যদিও প্রণব বাবুর পুত্র অভিজিত মুখার্জি জানিয়েছেন তার বাবা অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থা এখন স্থিতিশীল ।
প্রণব মুখোপাধ্যায় তার টুইট বার্তায় জানান , তিনি অন্য কারনবশত হাসপাতালে গিয়েছিলেন । সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসে । প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট করতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা । দলমত নির্বিশেষে প্রিয় নেতার জন্য সারা বীরভূমের সমস্ত মন্দিরে মন্দিরে তার আরোগ্য কামনায় ব্যস্ত সকল মানুষ। তাকে আবার পুনরায় সুস্থভাবে দেখতে চান সকলেই।