29 C
Durgapur
Monday, August 2, 2021

করোনার জেরে চা শিল্পে (tea industry)ব্যাপক মন্দা প্রভাব পড়েছে

করোনার জেরে চা শিল্পে (tea industry) ব্যাপক মন্দা প্রভাব পড়েছে

জলপাইগুড়ি: করোনার জেরে চা শিল্পে (tea industry) ব্যাপক মন্দা প্রভাব পড়েছে। পাতার দাম ক্রমাগত নিম্নমুখী। এই অবস্থায় জলপাইগুড়ি চা শিল্পে নতুন করে বিপদ ডেকে আনছে লুপার পোকা। শুয়োপোকার শুয়োপোকার মত দেখতে এই পোকার উপদ্রবে এখন মাথায় হাত পড়েছে জলপাইগুড়ির ছোট বড় বহু চা বাগান মালিকের। জেলার চা চাষিদের সংগঠনগুলির আশঙ্কা, এই পোকার উপদ্রবে জেলার চা পাতা উৎপাদন চলতি মাসে কমতে পারে ৩০ শতাংশ । তাদের আশঙ্কা জুলাই মাসে আরও ৫ শতাংশ পাতা কমে যেতে পারে ।
পরিস্থিতি এমন যে, লুপার পোকার হাত থেকে চা গাছ বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । পোকার উপদ্রব মাত্রা ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ী , সিংহিমারী ,জহুরী, কুকুরজান ও সুখানি চা বাগানগুলিতে‌। পোকার প্রাদুর্ভাব সামাল দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চা চাষিরা। এ ব‍্যাপারে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী আক্ষেপ প্রকাশ করে বলেন , এই পোকার উপদ্রব আগেও ছিল কিন্তু এবার যেন মাত্রাছাড়া হয়ে গিয়েছে । অবস্থা এমন যে চা পাতা উৎপাদনের থেকে বেশি জরুরি চা গাছ বাঁচানো । যে সব বাগানে লুপার পোকার আক্রমণ হচ্ছে সেখানে গাছগুলি শীর্ণ হয়ে যাচ্ছে। বড় বাগানগুলির আর্থিক পরিকাঠামো অনেক ভাল সে ক্ষেত্রে যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত য়োজনীয় ব্যাবস্থা নিতে পারবে , কিন্তু ছোট বাগান গুলিকে পদক্ষেপ করতে অনেক আর্থিক সমস্যার মুখে পড়তে হবে বলে তিনি জানান।

এই মুহূর্তে

x