31.3 C
Durgapur
Monday, July 26, 2021

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু জায়গা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: রাতভরে টানা বৃষ্টিতে ডুবে গিয়েছে দুর্গাপুর (Durgapur) শিল্পাঞ্চলের বহু নিচু এলাকা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয় শিল্পাঞ্চল জুড়ে। সারারাত ধরে চলে সে বৃষ্টি । টানা বৃষ্টিতে সমস্ত নালা-নর্দমা ভরে গিয়ে জল বাড়ির দোরগোড়ায় ঢুকে পরে । জলে ডুবে যায় বহু ঘরবাড়ি।

মেনগেট বস্তির পাশ দিয়ে বয়ে চলা তামলা নালার জল আশেপাশের সমস্ত জনবসতি ডুবিয়ে দিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ও গবাদি পশু ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্যদিকে (Durgapur) শিল্পাঞ্চলের ৫৪ ফুট সেখানে ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল। দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙ্গাতেও একই হাল। সমস্যার মধ্যে দিন কাটান বাসিন্দারা।

একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি দুর্গাপুরের (Durgapur) একাধিক অঞ্চলে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাটও । একরাতের বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েন শিল্পাঞ্চলবাসী।

এই মুহূর্তে

x