27.5 C
Durgapur
Monday, August 2, 2021

মসজিদ ও ইদুজ্জোহা(Iduzzoha) কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল কোতোয়ালি থানায়

মসজিদ ও ইদুজ্জোহা (Iduzzoha)কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল কোতোয়ালি থানায়

জলপাইগুড়ি:: মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় মসজিদ ও ইদুজ্জোহা(Iduzzoha) কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল কোতোয়ালি থানায়। এদিন থানায় কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন আইসি অর্ঘ‍্য সরকার । উল্লেখ্য সামাজিক দূরত্ব বজায় রেখে ইদুজ্জোহার অনুষ্ঠানে সকলকে সামিল হতে হবে। গড়ালবাড়ি মসজিদ কমিটি সদস্য নজরুল ইসলাম বলেন সিদ্ধান্ত হয়েছে সামাজিক দুরত্ব বজায় রাখতে কয়েক দফায় ইদুজ্জোহার নামাজ করতে হবে। সকলের মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম ছবি স্যোশাল মিডিয়ার দেওয়া যাবে না পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সব সময়। বৈঠকে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার ও অন্য পুলিশ অফিসাররা।

এই মুহূর্তে

x