28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

হাইটেনশন টাওয়ারে উঠে বসল মানসিক ভারসাম্যহীন মহিলা !

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: হাইটেনশন টাওয়ারে চেপে পড়লেন এক আদিবাসী মানসিক ভারসাম্যহীন ( Mentally unbalanced) মহিলা। নাম রায়মনি টুডু (৩০) ৷ বারাবনি থানা এলাকার ঘটনা

বারাবনি বিধানসভার অন্তর্গত ভানোড়া মোড় লাগোয়া এলাকার এই ঘটনাকে ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর , রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা (Mentally unbalanced) ৷ এদিন সকালে তাকে হাইটেনশন তারের টাওয়ারে চেপে থাকতে দেখতে পান স্থানীয়রা ৷ এরপরেই বারাবনি থানায় খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আসানসোল থেকে আসে দমকল বাহিনীর একটি দল। শুরু হয় সুরক্ষিতভাবে মহিলাকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা । প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় মানসিক ভারসাম্যহীন (Mentally unbalanced) মহিলাকে নামাতে সক্ষম হন উদ্ধারকারীরা । একই সাথে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে ওই মহিলার ।

এই মুহূর্তে

x