নরেশ ভকত, বাঁকুড়াঃ দামোদর নদ তীরবর্তী একটি ছোট্ট গ্রাম মেটালী । ২৫০ বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে হয়ে আসছে মুখার্জী পরিবারের দুর্গাপুজো (Durgapuja) ।
আনুমানিক ২৫০ বছরেরও বেশি সময় আগে থেকে এই গ্রামে পুজোর (Durgapuja) শুরু হয়। একটা সময়ে এই পুজোয় আগে ছাগবলির প্রথা চালু ছিল যা বিগত তিন বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে ।
একচালা প্রতিমা । প্রতি বছর মহানবীর দিন একসাথে বসে ২০০ থেকে ২৫০ জনের প্রসাদ খেলেও এবছর অতিমারির কারণে এই বছর সেই ব্যবস্থার একটু পরিবর্তন করা হয়েছে ।
শহরের প্যান্ডেল, থিমের ঝাঁ চকচকে আড়ম্বর এখানে না থাকলেও পারিবারিক পুজোর (Durgapuja) স্বাদ পুরোমাত্রায় পেতে পরিবারের সকলেই পুজোর এই চারদিন গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন।