নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ ১৪ ই নভেম্বর , আন্তর্জাতিক শিশু দিবস। বাঁকুড়ার জয়পুর ব্লকে আন্তর্জাতিক শিশু দিবস পালন করলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা (Shyamal Santra) ।
বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর অঞ্চলের নতুনগ্ৰাম লোহার পাড়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা (Shyamal Santra) এই দিনটি এলাকার শিশুদের নিয়ে কাটান।
তাদের হাতে খাতা, পেন, চকলেট তুলে দেন। কচিকাঁচাদের পাশাপাশি এলাকার অন্যান্যদের হাতেও চকলেট তুলে দিয়ে শিশু দিবস পালন করেন শ্যামল সাঁতরা (Shyamal Santra)।