24.9 C
Durgapur
Tuesday, April 20, 2021

কাঁকসায় নিখোঁজ নাবালিকা, অপহরণের অভিযোগ পরিবারের

মনোজিৎ গোস্বামী , কাঁকসা: একটা আস্ত দিন অতিক্রান্ত , কিন্তু এখনো খোঁজ মেলেনি কাঁকসার নিখোঁজ (Missing) নাবালিকার । নাবালিকাকে অপহরণের অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা। কাঁকসার গোপালপুরের ঘটনা।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে নিখোঁজ (Missing) কাঁকসার গোপালপুরের পূর্ব পাড়ার বছর সতেরোর নাবালিকা চৈতালি বাগদি । বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের জোয়ার পর আর বাড়ি ফেরে নি সে। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় অবশেষে খোঁজ খবর করতে শুরু করে পরিবারের লোকজন । কিন্তু গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তারা ।

পরিবারের সদস্যদের অনুমান , যে তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে কাঁকসা থানার পুলিশও। নাবালিকা নিখোঁজের (Missing) তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। কিন্তু এখনো কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছে নাবালিকার পরিবার

এই মুহূর্তে

x