31.3 C
Durgapur
Monday, July 26, 2021

এটিএম কাউন্টারে টাকা রিফিলিং-এর সময় দুস্কৃতী হামলা , লুঠ টাকা ভর্তি ব্যাগ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: এটিএম (ATM) কাউন্টারে টাকা রিফিলিং-এর সময় দুস্কৃতী হামলা । সংস্থার কর্মীদের লক্ষ্য করে চলল গুলি। বুধবার ভর সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে বার্নপুরে।

দুস্কৃতীদের গুলিতে আহত হয়েছেন রিফিলিংএজেন্সির এক কর্মী। বুধবার রাট ৮ টা নাগাদ হীরাপুর থানার রিভারসাইডে এসবিআই ব্যাঙ্কের এক এটিএম (ATM) কাউন্টারে যখন টাকা রিফিলিং এর জন্য গাড়ি পৌঁছয় সেই সময়ে মোটরবাইকে করে দুস্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ । কর্মীদের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

তবে ওই ব্যাগে টাকার অঙ্ক কত ছিল তা বলতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্থানীয় ভরদ্বাদজপল্লীর বাসিন্দারা জানান দুস্কৃতীরা মোট তিন রাউন্ড গুলি চালিয়েছে। যার মধ্যে এক এজেন্সির কর্মীর হাতে গুলি লাগে । তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মোটরবাইক নিয়ে দুষ্কৃতীরা এয়ারস্ট্রিপের দিকে পালিয়ে যায় বলে জানা গেছে । ঘটনার তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ।

এই মুহূর্তে

x