উদয় সিং, আসানসোল, জেলার খবর : করোনা ভাইরাস থেকে পরিবেশ কে সুস্থ রাখতে বন দপ্তরের সহযোগিতায়,শুক্রবার সকালে নান্দনিক হলে সামাজিক দূরত্ব বজায় রেখে সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও বারাবনি ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে গাছের চারা তুলে দিলেন বারাবনি বিধায়ক (MLA) বিধান উপাধ্যায়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক (MLA) বিধান উপাধ্যায় বলেন দেশে করোনা মহামারী চলছে,পরিবেশ আবহাওয়া দূষিত হয়ে পড়েছে, এই কারনে সাধারণ মানুষের সুস্থ অক্সিজেন পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনবিভাগ দপ্তরের সহযোগিতায় সালানপুর ও বারাবনি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো,যাতে পঞ্চায়েত প্রধানরা নিজ নিজ পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন করে সমাজকে সুরক্ষা করতে পারে।
গাছ আমাদের জীবন,গাছ না থাকলে আমরা জীবিত থাকতে পারবো না,তাই আমার অনুরোধ যেনো সবাই অন্তত পক্ষে একটি করে গাছ লাগায়।এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,রেঞ্জ অফিসার সৌরীশ কুমার সাধু আসানসোল (টেরিটোরি) রেঞ্জ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরো অনেকে।