সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর: সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর খোট্টাডিহি কোলিয়ারি এলাকায় একটি লাইব্রেরি ও পথশ্রী অভিযান প্রকল্পে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) ।
পথশ্রী অভিযান প্রকল্পে ওই রাস্তা এলাকার সুখ বাজার থেকে অশোক যাদবের বাড়ি পর্যন্ত নির্মিত হবে বলে জানা গেছে। রাস্তার নির্মাণ কাজের সূচনার পাশাপাশি এদিন খোট্টাডিহিতে একটি লাইব্রেরির উদ্বোধন করেন বিধায়ক (Jitendra Tiwari) ।
লাইব্রেরি উদ্বোধনের পর এলাকার ছোট ছোট পড়ুয়াদের হাতে গান্ধীজির আত্মজীবনীমূলক বই উপহার তুলে দেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) । পাশাপাশি পড়ুয়াদের বলেন, দুর্গাপুজোর ছুটির সময় তারা যেন বইটি পড়ে। এই বইয়ের বিষয়ে পরবর্তীতে একটি কুইজ প্রতিযোগিতা করা হবে বলেও জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও কৌশিক সমাদ্দার, পাণ্ডবেশ্বর ব্লকের সভাপতি মদন বাউরি, জেলা পরিষদ সদস্যা জ্যোতি কুমারি গোয়ালা সহ বিশিষ্টজনেরা।