12.4 C
Durgapur
Thursday, January 28, 2021

হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটির সদস্যদের পাশে দাঁড়ালেন বিধায়ক

উদয় সিং , আসানসোল: পুনর্বাসন সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভে বসলো আসানসোলের-সালানপুর রুপনারায়নপুরে হিন্দুস্তান কেবলস (Hindustan Cables) পুনর্বাসন কমিটি । নতুন শিল্প, কর্মসংস্থান , পুনর্বাসনের ব্যবস্থা , ঠিকা শ্রমিকদের আটকে থাকা বাকেয়া দেওয়ার দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ করেন কমিটির সদস্যরা ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালানপুর ও বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় । বিধায়ক জানান, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি । এরা মানুষকে মেরে বড়লোক হতে চাইছে আর মানুষের ভোটেই জিতছে ! তিনি হিন্দুস্তান কেবলস (Hindustan Cables) পুনর্বাসন কমিটির লড়াইয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce