29 C
Durgapur
Monday, August 2, 2021

সিএএ-র (CAA) মাধ্যমে বৈধ নাগরিকদের নাগরিকত্ব হরণের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন

সিএএ-র (CAA)মাধ্যমে বৈধ নাগরিকদের নাগরিকত্ব হরণের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন

জলপাইগুড়ি:: ঘুরপথে সিএএ-র(CAA) মাধ্যমে বৈধ নাগরিকদের নাগরিকত্ব হরণের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে নামলেন এন আরসি বিরোধী নাগরিক কমিটি। বুধবার এই দাবীতে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল বের করে সদর মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন এন আরসি বিরোধী নাগরিক কমিটির সদস্যরা। নাগরিক কমিটির তরফে দীপ্তাংশু ভৌমিক বলেন সিএএ এর নামে ভারতীয় নাগরিকদের বেনাগরিক করার ষড়যন্ত্র এবং ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত সহ , ঘুর পথে এন আরসি চালু করার বিরুদ্ধে এদিনের আন্দোলন। তিনি আরও বলেন লকডাউন পরিস্থিতি সারা গুজরাট , মধ্য প্রদেশ সহ ৫টি রাজ‍্যের ১৩টি জেলায় ঘুর পথে সিএকে চালু করছে , মূলত মুসলিম ধর্মাবলম্বী নাগরিকদের পরিচয় পত্র এবং প্রমাণ পত্র দেখাতে হবে যে তাদের এদেশে অত‍্যাচারিত হয়ে এদেশে এসেছে তা না হলে তাদেরকে এদেশে থাকতে দেওয়া হবে না। লকডাউনে আগে আন্দোলন করা হয়েছিল সিএ এ-র বিরুদ্ধে।

এই মুহূর্তে

x