মনোজিৎ গোস্বামী, কাঁকসা: রাষ্ট্রয়ত্ব তেল সংস্থাগুলির বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদে সোমবার দেশ জুড়ে চলছে আন্দোলন । সেই কর্মসূচি মেনে কাঁকসার রাজবাঁধে ভারত গ্যাস বোটানিক্যাল প্লান্টের কর্মীরাও এদিন সকাল থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন।
এদিন কাজ বন্ধ করে গেটের সামনে বিক্ষোভ দেখান তারা । সংস্থার বেসরকারি করণের (Privatization) প্রতিবাদ ,সংস্থার বিরুদ্ধে জোর করে কর্মীদের অবসর নেওয়া সহ একগুচ্ছ দাবিতে এদিন আন্দোলনে নামেন তারা ।
দু দিন ধরে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মীরা। আন্দোলনে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলি।