28.5 C
Durgapur
Monday, June 14, 2021

তৃণমূল কংগ্রসের প্রার্থী জ্যোৎসনা মান্ডির সমর্থনে এক জনসভায় যোগ দেন এই অভিনেতা সাংসদ দেব(DEV)

তৃণমূল কংগ্রসের প্রার্থী জ্যোৎসনা মান্ডির সমর্থনে এক জনসভায় যোগ দেন এই অভিনেতা সাংসদ দেব(DEV)

নরেশ ভকত, বাঁকুড়াঃ “যারা মানুষকে ভালো বাসে সেই খেলা হবে,যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যায় সেই খেলা হবে। যারা হিন্দু মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাদের খেলা শেষ হবে।যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের খেলা শেষ হবে”।বাঁকুড়ায় এসে নাম না করে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন সাংসদ দীপক অধিকারী (দেব)(DEV)। বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার তৃণমূল কংগ্রসের(TMC) প্রার্থী জ্যোৎসনা মান্ডির সমর্থনে এক জনসভায় যোগ দেন এই অভিনেতা সাংসদ। খাতড়ার সুপুরের বনপুকুরিয়ার মাঠে জনসভায় যোগ দেন। এই অভিনেতা লক ডাউনের সময় মূখ্যমন্ত্রীর(chief minister) কাজের ও ভূয়সী প্রশংসা করেন।

dev

এই মুহূর্তে

x