26 C
Durgapur
Tuesday, January 19, 2021

ভুয়ো পোস্টকাণ্ডে বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদ করায় গ্রেফতার সাংসদ সৌমিত্র খাঁ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: আসানসোলে ধৃত বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদ করে গ্রেফতার হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (MP Soumitra khan)।

প্রসঙ্গত, আসানসোল পুর নিগমের মূল ভবনের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্রাত্য অভিযোগ তুলে হিন্দি, ইংরাজি ও উর্দুতে লেখা দিয়ে ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। এরপর ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সেই ছবি। সুযোগ পেয়ে প্রচারে নেমে পড়ে বিজেপির আইটি সেলও।

বিজেপির রাজ্য মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে সেই ভুয়ো ছবিটি পোস্ট করেন। জেলার বিজেপি যুবমোর্চা ও ছোট বড় নেতারাও এই ছবি নিয়ে আসরে নেমে পড়ে। ছবিটি শেয়ার করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ও। ভুয়ো ছবি শেয়ার করার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে।

শনিবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্নায় বসেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (MP Soumitra khan) -সহ বেশ কয়েকজন। তারই জেরে গ্রেফতার করা হয় সাংসদকে (MP Soumitra khan) ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink