31.3 C
Durgapur
Monday, July 26, 2021

কাঁকসার অভিনন্দন পূজা কমিটির দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল

নিজস্ব প্রতিনিধি , কাঁকসা: মহাষষ্ঠীর সন্ধ্যায় উদ্বোধন হল কাঁকসার (Kanksa) অভিনন্দন পূজা কমিটির দুর্গাপুজো। ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন পুজো কমিটির সভাপতি তথা সাংসদ সুনীল কুমার মন্ডল ( MP Sunil Kumar Mandal)।

এবছর ২ য় বর্ষে পদার্পন করল অভিনন্দন পূজা কমিটির দুর্গাপুজো। করোনা পরিস্থিতিতে প্রশাসনের নির্ধারিত সমস্ত প্রকার বিধি নিষেধ মেনেই উদ্বোধন হয় এই পুজোর। পুজোর আগামী দিনগুলোতেও সরকার ও হাইকোর্টের নির্দেশিকা মেনেই পুজোর আয়োজন হবে বলে জানান উদ্যোক্তারা । ভিড় নিয়ন্ত্রণের উপর বিশেষ নজরদারি থাকবে।

সাংসদ সুনীল কুমার মন্ডল ( MP Sunil Kumar Mandal) সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারের করোনা বিধি মেনে চলার অনুরোধ জানান। বলেন, ৪ দিনের আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় । এদিনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে উদ্বোধনী সংগীতের আয়োজন করা হয়।

এই মুহূর্তে

x