30.2 C
Durgapur
Monday, June 14, 2021

এক চিকিৎসকের রহস্য জনক মৃত্যু ঘরে চাঞ্চল্য বাঁকুড়ায়

এক চিকিৎসকের রহস্য জনক মৃত্যু ঘরে চাঞ্চল্য বাঁকুড়ায়

নরেশ ভকত ,বাঁকুড়াঃ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যলা কলেজ হাসপাতালের লেডিস হোস্টেলে চিকিৎসক। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটা নাগাদ লেডিস হোস্টেলের পাঁচ তলা থেকে পড়ে গুরুতর জখম হয় এক মহিলা চিকিৎসক। তড়িঘড়ি তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলে, ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তার। হাসপাতাল সুত্রে জানা গেছে ওই চিকিৎসকের নাম অংকিতা মণ্ডল। গতকাল ইন্টার্নশিপ শেষ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গতকাল ইন্টার্নশিপ শেষ হয়েছে ওদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে এসে পাঁচতলার ছাদ দাড়িয়ে কথা বলছিল সেই সময়ে পড়ে যায়। গুরুতর জখম হয় নাক এবং কান দিয়ে রক্তক্ষরন হয়। চিকিতসারত অবস্থায় মৃত্যু হয়। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত্যুর কারন জানতে তদন্তে পুলিশ।

 সম্মিলনী মেডিক্যলা কলেজ হাসপাতালের লেডিস হোস্টেলে

এই মুহূর্তে

x