31.2 C
Durgapur
Thursday, June 24, 2021

পাএসায়রে পালিত হল জাতীয় জরিপ দিবস (National Survey Day)

পাএসায়রে পালিত হল জাতীয় জরিপ দিবস (National Survey Day)

নরেশ ভকত, বাঁকুড়াঃ শানিবার সারা দেশের সাথে বাঁকুড়ার পাএসায়ের ও মর্যাদার সহিত পালিত হলে জাতীয় জরিপ দিবস (National Survey Day) । এই দিনটি উপলক্ষে বালসি সিনেমা হলে দক্ষিণ দামোদর আমিন সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

National Survey Day

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । দেশের বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ দামোদর আমিন সমিতির সভাপতি আমির আলি মন্ডল । তিনি তার বক্তব্যে বলেন , এদিন আমরা জাতীয় জরিপ দিবস (National Survey Day) উপলক্ষে এখানে মিলিত হয়েছি । তাই একজন আদর্শ আমিন হিসাবে জানতে হবে আমিন হলো একজন বিচারক। আমিন হিসাবে উচিত নিজের সততা বিশ্বাস বজায় রাখা । এগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দামোদর আমিন সমিতির সম্পাদক সাইফুল মন্ডল, সভাপতি আমীর আলি মন্ডল, কোষাধ্যক্ষ রীরেন্দ্র নাথ নন্দী , সহ বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার মোট ১৪ টি ব্লকের কয়েকশো আমিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এই মুহূর্তে

x