30.2 C
Durgapur
Monday, June 14, 2021

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম (Nazrul Islam’s Birthday) দিবস পালিত হল দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম(Nazrul Islam’s Birthday) দিবস পালিত হল দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে

দুর্গাপুরঃ আজ সকাল দশটায় দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার সহিত পালন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস। মাল্যদান করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্র নাথ দত্ত। পুষ্পার্ঘ্য নিবেদন করেন দপ্তরের কর্মীবৃন্দ ও অন্যান্যরা। কোভিড বিধিনিষেধ আরোপ থাকায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা সম্ভব হয়নি।

Nazrul Islam's Birthday Celebrated At Durgapur

এই মুহূর্তে

x